
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পন্ডিত বাজারস্থ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম শামীম এর সভাপতিত্বে এজেন্ট ইনচার্জ ইমদাদুল হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পি.এল.সির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংক রোড শাখা প্রধান মোহাম্মদ নঈম উদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব রিয়াজ উদ্দিন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংকের বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপশি অপপ্রচারে কান না দিয়ে নিয়মিত ব্যাংকিং কাজ গুলো নিজে সম্পন্ন করে এবং সবাইকে ব্যাংকিং কার্যক্রমে বাংলাদেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহবান জানান। সেই সাথে আমন্ত্রিত সুধীবৃন্দ ব্যবসা ও ব্যাংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং ব্যাংকের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন, এজেন্ট শাখার ক্যাশ ইনচার্জ সাইফুল ইসলাম সুমন, ইউপি পরিষদের সাবেক মেম্বার আবুল কাশেম, ডাক্তার মোহাম্মদ রতন, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, বেলাল হোসেন এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।