ঈদে বেচাবিক্রির চেয়েও নিরাপত্তা নিয়ে বেশি দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

বছরের পুরোটা সময় ভালো বিক্রি ও লাভের জন্য দুই ঈদ এবং দুর্গাপূজার অপেক্ষায় মুখিয়ে থাকেন ব্যবসায়ীরা। আসন্ন ঈদুল ফিতর ঘিরেও আশায় বুক বেঁধেছেন তারা। কেউ সঞ্চয়ের অর্থ, কেউবা ব্যাংক থেকে ঋণ নিয়ে দোকানে নতুন পণ্যের পসরা সাজিয়েছেন। ভালো বিক্রি করে লাভের আশায় দিন গুনছেন তারা।

যদিও এখনো ঈদের বেচা-বিক্রি তেমন জমে ওঠেনি। কম বিক্রি নিয়ে হতাশা রয়েছে বিক্রেতাদের। তবে তা ছাপিয়ে ব্যবসায়ীদের কাছে এখন বড় দুশ্চিন্তা হয়ে উঠেছে নিরাপত্তা। রাতে দোকানে চুরির শঙ্কা যেমন রয়েছে, তেমনই নগদ টাকা নিয়ে ঘরে ফেরার ঝুঁকিতেও উদ্বেগ-উৎকণ্ঠায় সময় পার করছেন তারা।

ব্যবসায়ীরা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, ততই গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে হবে। বিক্রির পর দোকানে নগদ টাকাও বেশি থাকবে। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশ অনেকটা নিষ্ক্রিয়। এ সুযোগে বিভিন্ন মার্কেটে চুরি-ডাকাতি বেড়েছে। সার্বিক পরিস্থিতিতে সবাই দুশ্চিন্তায় রয়েছেন। কখন কী ঘটে যায়!

রাজধানীর বাড্ডার সুবাস্তু নজর ভ্যালি শপিংমল, হল্যান্ড সেন্টার শপিং কমপ্লেক্স, লুৎফুন শপিং কমপ্লেক্সসহ বাড্ডা এলাকার বেশ কয়েকটি বড় মার্কেট ঘুরে দোকানমালিকদের সঙ্গে কথা বলে এমন আশঙ্কার কথা জানা গেছে।

তবে মার্কেটগুলোতে সক্রিয় থাকা কমিটি বা সমিতির নেতারা অবশ্য ভিন্ন কথা বলছেন। তাদের ভাষ্য, সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনাগুলোর কারণে পুলিশ প্রশাসন বেশি সক্রিয়। তারা টহল টিম দিচ্ছেন। থানা থেকেও নিয়মিত ফোন করে খোঁজখবর নেওয়া হচ্ছে। ফলে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। একই কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনীও।

নিরাপত্তার প্রশ্নে কঠোর পুলিশ, যেকোনো সেবায় প্রস্তুত

রাজধানীর সব এলাকায় ঈদ ঘিরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপরাধ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাড্ডা এলাকায়ও ঈদের কেনাবেচা নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপির বাড্ডা থানা ও জোনের দায়িত্বরত কর্মকর্তারা।

মার্কেটগুলো ঘুরেও তার সত্যতা পাওয়া গেছে। সব মার্কেটে পুলিশের টহল দল রাখা হয়েছে। ফটকের সামনে বসে যেমন পাহারা দিচ্ছে, তেমনই ঘণ্টায় ঘণ্টায় পুরো মার্কেটে ঘুরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে খোঁজও নিচ্ছেন পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসক (ডিসি) অফিসের নির্দেশনায় ব্যবসায়ীদের চলাচল ও লেনদেনেও নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান।

Share This Article