উচ্চশিক্ষার শীর্ষ গন্তব্য মালয়েশিয়া হলেও কাজের সুযোগ থেকে বঞ্চিত বাংলাদেশি শিক্ষার্থীরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

দিন দিন বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে এশিয়ার শান্তিপূর্ণ দেশ মালয়েশিয়া। দেশটিতে বর্তমানে ২ লাখের বেশি বিদেশি শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশিরা অন্যতম শীর্ষ স্থানে রয়েছে।
আধুনিক, প্রগতিশীল ও বহুসংস্কৃতির সমাজে গড়ে ওঠা মালয়েশিয়ায় প্রতি বছর ১৪০টিরও বেশি দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পান। উন্নত শিক্ষা ব্যবস্থা, ক্যারিয়ারের সম্ভাবনা ও তুলনামূলক কম খরচ—সব মিলিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।

শিক্ষার্থীদের মতে, জীবনযাত্রার ব্যয় এবং পড়াশোনার খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম। পাশাপাশি শিক্ষকেরাও বন্ধুসুলভ এবং সহায়ক।

বর্তমানে ১০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ২০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। প্রকৌশল, ব্যবসা ও প্রযুক্তি বিভাগে তাদের উপস্থিতি বেশি। ভিসা জটিলতা না থাকাও আকর্ষণের অন্যতম কারণ।
তবে বড় সীমাবদ্ধতা হলো—শিক্ষা শেষে বাংলাদেশি শিক্ষার্থীরা চাকরির সুযোগ পান না। বিদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া ওয়ার্ক পারমিট না দেওয়ায় এ সুযোগ থেকে তারা বঞ্চিত হন। যদিও সম্প্রতি প্রধান উপদেষ্টার সফরে বাংলাদেশিদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর আশ্বাস দেওয়া হয়েছে। এটি কার্যকর হলে পড়াশোনা শেষে চাকরি বা ইন্টার্নশিপের সুযোগ তৈরি হবে, যা বাংলাদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share This Article