এইসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেয়ে প্রশংসায় পঞ্চমুখ
মোছা: আরিনা পারভীন রুহি


faizahmmed1994@gmail.com প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ণ /
এইসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেয়ে প্রশংসায় পঞ্চমুখ<br>মোছা: আরিনা পারভীন রুহি
এইসএসসিতে গোল্ডেন এ-প্লাস পেয়ে প্রশংসায় পঞ্চমুখ<br>মোছা: আরিনা পারভীন রুহি

সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ::

প্রকাশ পেলো এইচএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল, গত ০৮/০২/২০২৩- বুধবার বেলা ১২টা থেকে একযোগে বাংলাদেশের সকল বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে।যে যেমন কষ্ট ও পরিশ্রমের মাধ্যমে পড়ালেখা করে পরীক্ষা দিয়েছেন সে তেমনি তার ফলাফল পেয়েছেন। এদিকে কারো পরিক্ষার ফলাফল সন্তোষজনক না হলেও আবার কারো কারো ফলাফল হয়েছে চোখে পড়ার মতো। বলছিলাম কুষ্টিয়া সরকারি কলেজের সাইন্সের মেধাবী ছাত্রী ও কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: বেলাল হোসেন ও রুকসানা পারভীন ইভা এর কলিজার টুকরো আদরের কন্যা সন্তান মোছা: আরিনা পারভীন রুহির কথা। এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ-প্লাস পেয়ে চারিদিকে প্রশংসায় পঞ্চমুখ মোছা: আরিনা পারভীন রুহি। আনন্দে আত্মহারা আরিনা পারভীন রুহির আত্মীয়সজন ও প্রতিবেশীরা।সন্তানের এমন সাফল্যে বাবা বেলাল হোসেনের মেয়ের প্রতি দায়িত্ব যেমন ছিলো চোখে পড়ার মতো, তার থেকেও বেশি রুহির মা রুকসানা পারভীন ইভা ছিলেন মেয়ের প্রতি পরিশ্রমী। রুহির মা একদিকে অতি আদর সোহাগ ও যত্নশীল অপরদিকে পড়ালেখায় রুটিন করে কড়া শাসনের আওতায় এনে পুরো গাইডলাইন দেওয়ার মাধ্যমে আজকের এই মহা সাফল্য বয়ে এনেছে ইভা ও বেলাল কন্যা রুহি,তবে আরিনা পারভীন রুহি এমন সুন্দর ফলাফলের একটিভাগ কৃতিত্ব বাবাকে দিলেও বেশিরভাগ কৃতিত্বটুকু তার মা রুকসানা পারভীন ইভাকে দিতে চান।তিনি বলেন মায়ের সদিচ্ছা ছাড়া এমন ফলাফল কখনোই সম্ভব ছিলনা। বাবা আমাকে খুব ভালোবাসেন তিনি দিনরাত কষ্ট করে আমাকে পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন।আজ আমি আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পেরেছি, প্রতিবেশীদের কাছে তাদের সম্মানিত করতে পেয়েছি এইজন্য আমি খুবই আনন্দিত,তবে আমার মা ছিলো আমার জন্য সর্বোচ্চ মোটিভেশান ও ভবিষ্যৎ অগ্রযাত্রার পথে আমার সবথেকে প্রিয় বন্ধু আমার মা।এদিকে ইভা ও বেলাল কন্যা রুহিকে তার ভবিষ্যৎ সপ্ন কি জানতে চাইলে তিনি বলেন আমি লেখাপড়া শেষ করে ঢাকা ইউনিভার্সিটির টিচার হতে চাই। রুহির মা রুকসানা পারভীন ইভা জানান মেয়ে বড় হবার সাথে সাথে পিতা মাতাদের ও বিভিন্ন সপ্ন পূরণ হয় যদি সেই সন্তান পিতা মাতার গাইডলাইন অনুযায়ী সুন্দরভাবে নিজের শিক্ষা জীবন পরিচালনা করে,তবে আমরা পিতা মাতা সফল হয়েছি, কেননা আমাদের কন্যা আরিনা পারভীন রুহি প্রতিটা পরীক্ষায় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে ঠিক তেমনিভাবে এইচএসসি পরীক্ষায় এবছর গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তির্ন হয়েছে। গত ০৮/০২/২০২৩ বুধবার বেলা ১২টায় যখন মেয়ের রেজাল্ট জানতে পারলাম তখন আনন্দে চোখের কোণে পানি চলে এলো,তখন তাত্ক্ষণিক রুহির বাবা বেলাল হোসেন কে জানানোর পরে সে ও অনেকবেশি খুশি হয়ে মেয়ের জন্য দোয়া করেন। আমরা চাই আমাদের মেয়ে আরো অনেকবড় হোক তার সাফল্য কামনা করি আমরা।আমি রুহির মা হিসেবে গর্ববোধ করি,রুহির পিছনে দিন-রাত এককরে পরিশ্রম করে আজ আমি আমার মেয়ের ভালো রেজাল্টের ফলাফল দেখে পিছনের সকল পরিশ্রম ভুলে গেছি, আমি পিতা মাতা তো এটাই চাই যাতে আমাদের সন্তানরা আমাদের চেষ্টার পরিপূর্ণ মর্যাদা দিতে পারে। আবেগাপ্লুত হয়ে এভাবেই রুকসানা পারভীন ইভা তার মেয়ে রুহির এমন ফলাফলে নিজের অনুভুতি ব্যক্ত করেন। আরিনা পারভীন রুহির এমন সাফল্যে খুঁশি পরিবার ও স্থানীয়রা। রুহির এমন ফলাফলে বাড়িতে ভীড় করছেন প্রতিবেশীরাও। তাদের দাবী রুহির এমন ফলাফল তার মায়ের কঠোর পরিশ্রমের ফসল।