‘এক ভোটেই ১৭ বছরের কষ্টের ইতি’: ফরিদগঞ্জে হারুনুর রশিদ

বাংলাদেশ চিত্র ডেস্ক

লায়ন মো. হারুনুর রশিদচাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ নেতাকর্মীদের ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) বিকালে বালিথুবা পশ্চিম ইউনিয়নের পালতালুক সরকারি বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এই আহ্বান জানান।

প্রধান অতিথি হারুনুর রশিদ বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারার বেদনা ঘোচাতে জনগণ এবার ধানের শীষে ভোট দেবে। তিনি জোর দিয়ে বলেন, ধানের শীষে দেওয়া একটি ভোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের কষ্টের ইতি ঘটাবে।

লায়ন মো. হারুনুর রশিদউপস্থিত নারী ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটের রায়ের মাধ্যমে ৩১ দফার বাস্তবায়ন হবে এবং তার প্রতিফলন সকলে দেখতে পাবেন। সভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



Share This Article