কাউন্সিলর এসরারুলের সহযোগী তারেক গ্রেফতার 

সহ সম্পাদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী মোঃ তারেক (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে চান্দগাঁও থানাধীন বেপারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেফতারকৃত তারেক চান্দগাঁও থানার বেপারী পাড়া এলাকার মৃত মোঃ ইউসুফের ছেলে। চান্দগাঁও থানার ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী হিসেবে পরিচিত এছাড়াও তারেক সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, তারেক নামে নিয়মিত মামলার এক আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share This Article