কাপ্তাইয়ে অনুর্ধ্ব ১৭ ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন

বাংলাদেশ চিত্র ডেস্ক

পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল, বালক( অনুর্ধ্ব ১৭)  এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা( অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে।

রবিবার ( ৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায়  কাপ্তাই শেখ রাসেল মিনি স্টেডিয়ামে
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  টুর্ণামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো: নাছির উদ্দিন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিভিন্ন ধরনের খেলা আমাদের শারীরিক ও মানুষিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। আমরা অযথা এখানে সেখানে আড্ডা না দিয়ে খেলায় মনোনিবেশের আহবান জানান। যুব সমাজ যাতে মাদকে আসক্ত না হয়, সেদিকে সবাই যত্নশীল হবেন।

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাহবুব হাসান বাবু’র উপস্থাপনায় এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন, উপজেলা  ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ বিজয় মারমা, ক্রীড়া সংস্থার সদস্যা ফারহানা আক্তার পপি সহ উপজেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

টুর্ণামেন্টের উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বালক বিভাগে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৩-০ গোলে  ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন কে পরাজিত করে। অপরদিকে বালক বিভাগে দ্বিতীয় খেলায়  ট্রাইব্রেকারে  ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদ ৭-৬  গোলে ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন কল্যান বিকাশ তনচংগ্যা এবং সহকারী রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল কাদের ও স্বপন দাশ।

Share This Article