
পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাইয়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। কাপ্তাই উপজেলা ভূমি অফিসের তত্ত্বাবধানে আজ শনিবার হতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ -২০২৪।
এই ভূমি সেবা সপ্তাহ আগামী ১২ জুন পর্যন্ত পালিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ নাগরিকের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে
“ভূমি সেবা ডিজিটাল – বদলে যাচ্ছে দিনকাল – এই প্রতিপাদ্যে এইদিন সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা ভূমি অফিস দপ্তরে ফিতা কেটে ” ভূমিসেবা সপ্তাহ’ এর উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
এ সময় উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন, সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাংবাদিক ঝুলন দত্ত সহ ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারি উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি,বিশেষ অতিথি সহ ভূমি সপ্তাহ-২০২৪ এর ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং ভূমি সপ্তাহ এর নানা কার্যকরী সেবা সমূহের প্রশংসা করেন ।