সাহিত্য পত্রিকা কাব্য কিশোর ও সাহিত্য সংগঠন সু-সাহিত্যের রণাঙ্গন ( সুসার ) আয়োজিত তরুণদের কাব্য কিশোর সুসার ছড়া প্রতিযোগিতা-২০২৩ বিজয়ী হয়েছেন তিন তরুণ ছড়াকার ধারাক্রমে নাঈমুল হাসান তানযীম, এম এ জিন্নাহ এবং জাবির হাসান। গত ১ মার্চ ২০২৩ তারিখ থেকে ১৫ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত চলমান এই প্রতিযোগিতাটির বিজয়ীদের নাম প্রতিযোগিতার ওয়েবসাইট ও কাব্য কিশোরের ফেসবুক পেজের এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করা সোমবার ২৭ মার্চ ২০২৩ তারিখ। কাব্য কিশোরের প্রতিষ্ঠাতা পারভেজ হুসেন তালুকদার বলেন: মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মাতৃভাষা ইত্যাদির প্রতি গভীর শ্রদ্ধা রেখে আয়োজিত প্রতিযোগিতাটিতে দেশের অনেক তরুণ ছড়াকার অংশ নেয়ায় আমরা আনন্দিত। প্রতিযোগিতাটি প্রতিবছর ধারাবাহিকতার সাথে আয়োজিত হবে বলেও জানান তিনি। কাব্য কিশোর মূলত বাংলাদেশ ভিত্তিক একটি আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা। বাংলাদেশ ছাড়াও এ পযর্ন্ত অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও রাশিয়া সহ বিশ্বের প্রায় ৬০টি দেশে পড়া হয়েছে পত্রিকাটির আন্তর্জাতিক শাখা।