কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মৃত্যু

বাংলাদেশ চিত্র ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোরবেলায় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, কীভাবে তারা রেললাইনে ছিলেন বা দুর্ঘটনার কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর ধারণা, হয়তো ভোররাতে হাঁটতে গিয়ে অথবা অন্য কোনো কারণে তারা রেললাইনের কাছাকাছি অবস্থান করছিলেন।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share This Article