কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭২


faizahmmed1994@gmail.com প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৩, ৭:১৯ পূর্বাহ্ণ /
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭২
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭২

শিক্ষা বার্তা ::

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯০.৭২উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ১৪হাজার ৯৯১ জন শিক্ষার্থী।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা গেছে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে এর পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।

এছাড়াও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৬ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন শিক্ষার্থী। এছাড়াও রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৮১ দশমিক ৫৯ শতাংশ, জিপিএ-ফাইভ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী।

এদিকে, সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪ শতাংশ। এই বোর্ডে জিপিএ-ফাইভ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-ফাইভ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন।

এর আগে, উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।