গণঅধিকার পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‍্যলী

বাংলাদেশ চিত্র ডেস্ক

চাঁদপুর জেলা প্রতিনিধি ::

আজ ২৭ সেপ্টেম্বর “গণঅধিকার পরিষদ ” মতলব উত্তর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের মতলব উত্তর উপজেলার নগগঠিত কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভায় উপজেলা গণঅধিকার পরিষদের সংগঠক মাসুম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ইসমাইল হোসেন সুমন।

উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো: মাইন উদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সংগঠক সাংবাদিক জাকির হোসেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক  মর্তুজা মাহবুব, জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহাম্মেদ শাওন, সাধারণ সম্পাদক এইচএম শরিফ, উপজেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক কাউসার মুন্সি, প্রবাসী অধিকার পরিষদের সাকিল মৃধা, উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. শামীম হোসেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নুরনবী, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মাহমুদ হাসান সুমন, সদস্য সচিব ফারুকুল ইসলাম শ্যামল প্রমুখ। 

আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে মাগফিরাত কামনায় মুনাজাত ও র‍্যালি বের হয়ে সুজাতপুর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশ মঞ্চে এসে শেষ হয়। 

Share This Article