চন্দন লাল বেজ নিজেকে খুঁজে পেয়েছেন সঙ্গীতে


তানজিদ শুভ্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২২, ৪:৪৯ অপরাহ্ণ /
চন্দন লাল বেজ নিজেকে খুঁজে পেয়েছেন সঙ্গীতে
চন্দন লাল বেজ নিজেকে খুঁজে পেয়েছেন সঙ্গীতে

স্বপ্ন নিয়ে পথচলা, স্বপ্ন পানে এগিয়ে চলা। চন্দনের জন্ম চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়। বেড়ে উঠেছেন মেঘনা নদীর মোহনায়। পরিবারে ছয় সন্তানের মাঝে চন্দন তৃতীয়। ভালোবাসে মাথার উপর বিশাল আকাশটাকে। গ্রামের সবুজ আর নির্মল বাতাসে বড় হওয়া চন্দনের মনে জন্ম নেয় সঙ্গীতানুরাগ। সঙ্গীতের প্রতি ভালোবাসা থেকেই শেখেন বাদ্যযন্ত্র কীবোর্ড।

চন্দন লাল বেজ দীর্ঘ তিন বছর যাবত কীবোর্ডিষ্ট হিসেবে কাজ করছেন একতারা মাল্টিমিডিয়ার সাথে এবং বিভিন্ন রেকর্ডিং ষ্টুডিওতে কাজ করছেন সমান তালে। দেশের প্রায় সকল মঞ্চে রয়েছে তার সরব কর্ম উপস্থিতি।

চন্দন কাছে সঙ্গীতই তার জীবন, তার বেঁচে থাকার আনুপ্রেরণা। তিনি সঙ্গীতাঙ্গনে পেয়েছেন অনেকের ভালোবাসা । আর এই ভালোবাসাই তার জীবনের পথ চলা।