চীনে মালয়েশিয়া বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলাদেশ চিত্র ডেস্ক

আহমাদুল কবির, মালয়েশিয়া:চীনের রাজধানীতে অনুষ্ঠিত এক ব্যবসায়িক বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম উন্মোচন করলেন মালয়েশিয়া বিষয়ক নতুন গ্রন্থ “Malaysia, Truly Asia: A Country That Captivates the Heart”। বইটি রচনা করেছেন প্রখ্যাত চীনা উদ্যোক্তা, অর্থনীতিবিদ ও পণ্ডিত ড. ইয়ান লিজিন।

বইটির প্রাককথন লিখেছেন আনোয়ার ইব্রাহিম নিজেই। তিনি সেখানে উল্লেখ করেন, ড. ইয়ান শুধু অর্থনীতির বিশেষজ্ঞ নন, তিনি চীন ও মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক জোরদারে কার্যকর ভূমিকা পালন করছেন। আনোয়ার বলেন— আনোয়ার বলেন, “ইয়ানের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা মালয়েশিয়ার প্রতি তার আন্তরিক ভালোবাসার প্রতিফলন। তিনি বছরের পর বছর ধরে মালয়েশিয়ার মিত্র হিসেবে কাজ করেছেন, পাশাপাশি প্রকৃত বন্ধুত্বও গড়ে তুলেছেন।”

প্রধানমন্ত্রী জানান, বইটি পাঠকদের কাছে মালয়েশিয়ার একটি প্রাণবন্ত, গতিশীল এবং বৈচিত্র্যময় চিত্র তুলে ধরবে। এর মাধ্যমে দেখা যাবে কীভাবে দেশটি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে ভারসাম্য বজায় রেখে টেকসই উন্নয়ন এগিয়ে নিচ্ছে।

তিনি আরও বলেন,“এই গ্রন্থ বিনিয়োগ, শিক্ষা কিংবা অনুসন্ধানের জন্য আগ্রহীদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। পাশাপাশি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ অবস্থান, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাংস্কৃতিক একীকরণ এবং সবুজ শিল্পের কেন্দ্র হিসেবে সম্ভাবনাকেও ফুটিয়ে তুলেছে।” বইটিতে মালয়েশিয়ার অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি, প্রধানমন্ত্রী আনোয়ারের মাদানি দৃষ্টিভঙ্গি, এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতার সম্ভাবনা বিস্তারিতভাবে আলোচিত হয়েছে।



Share This Article