জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিল্লাল হোসাইন, জামালপুর :

বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি মোছা: সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা মোছা: ছাইদা বেগম শ্যামার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রিজমী জামালী রঞ্জু, জেলা মহিলা দলের সহ সভাপতি এডভোকেট দিলরুবা আক্তার, নাহিদা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা বেগম জুই, সাংগঠনিক সম্পাদক পেয়ারা হায়দার, সহ সাধারণ সম্পাদক পারভিন বেগম, সদস্য হাসি বেগম প্রমুখ।

এছাড়াও আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিলা দলের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক গোলাম রব্বানী।

Share This Article