
বিল্লাল হোসাইন, জামালপুর :
জামালপুরে জেলা জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে স্টেশন রোডস্থ সেতুলী প্লাজার ৬ষ্ঠ তলা অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় পার্টি জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সভায় সভাপতিত্ব করেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ। সঞ্চালনা করেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মীর সামসুল আলম লিপটন, যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মানিক, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবু বকর বাকের, সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ আব্দুল মালেক, দপ্তর সম্পাদক মোঃ আকরাম হোসেন, জেলা জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি আহ্বায়ক আতাউর রহমান আজাদ, জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এস এম জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়াও বর্ধিত সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জামালপুর জেলার সাতটি উপজেলা ও পৌরসভা শাখা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।