জিউবি’তে ‘ইন্টারন্যাশনাল ডে অব ক্লিন এয়ার ফর ব্লু স্কাইস’ উদযাপন

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক:-জাতিসংঘের উদ্যোগে সারাবিশ্ব একযোগে “Internation day of Clean Air for Blue Skies” পালন করেছে। এই বৈশ্বিক উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিউবি) এর এনভায়রনমেন্ট প্রটেকশন বিভাগ সেমিনারের আয়োজন করে যা বায়ুর গুণমান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সম্বোধন করে।

৭ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় জিইউবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে বিশবিদ্যলয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে দিবসটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস.এম. ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া, বায়ো এন্ড হেলথ সাইন্স অনুষদের ডীন ড. মোঃ শাহজাহান এবং রেজিস্ট্রার মোঃ আবুল কালাম আজাদ।

উক্ত আলোচনার মধ্য দিয়ে দিবসটির প্রতিপাদ্য বিষয় “Together for Clean Air’ বিশেষভাবে পরিস্ফুটিত হয়।
সেমিনারের অন্যতম আকর্ষণ ছিলো এনভায়রনমেন্ট প্রটেকশন বিভাগের প্রভাষক অমিত হাসান অনিক-এর বাংলাদেশের বর্তমান বায়ু দূষণ পরিস্থিতির উপর একটি বিস্তৃত প্রেজেন্টেশন ও ডকুমেন্টরি প্রদর্শনী । তার প্রেজেন্টেশন ও ডকুমেন্টরিতে সাম্প্রতিক পরিসংখ্যান, বায়ু দূষণের চিহ্নিত উৎস, সম্ভাব্য স্বাস্থ্যের প্রভাব এবং কার্যকর প্রশমন কৌশলের রূপরেখা তুলে ধরেন। নির্মল বায়ুর সন্ধানে শিক্ষার্থীদের আরও সম্পৃক্ত করার জন্য, একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে তিনজন যোগ্য বিজয়ী অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
সেমিনারের শেষে এনভায়রনমেন্ট প্রটেকশন বিভাগের প্রধান সামিনা নাসরিন বর্ণা একটি দিকনির্দেশনামূলক সমাপনী বক্তব্য রাখেন। তিনি বায়ু দূষণ কমাতে সকল অংশগ্রহণকারীদের ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং বিষয়টির উপর বিশেষ গুরত্বারোপ করেন। সেমিনারটি পরিচালনা করেন উক্ত বিভাগের প্রভাষক মোছাঃ লতা খাতুন এবং প্রভাষক মোঃ ফুয়াদ হাসান। পরিবেশগত অবনতির ফলাফলের সাথে ঝাঁপিয়ে পড়া বিশ্বে, জিউবি’তে এই সেমিনারটি আশার আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়েছে, যেখানে সকলের জন্য পরিষ্কার ও দূষণমুক্ত নীল আকাশ অর্জনে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article