টিউমার থেকে ক্যান্সারে আক্রান্ত আয়েশা আক্তার বাঁচতে চায়

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ:
ক্যান্সারে আক্রান্ত ১২ বছর বয়সী আয়েশা আক্তার রোগ থেকে মুক্তির জন্য সহযোগিতা চান। চার ভাই বোনের মধ্যে
বড় মেয়ে আয়েশা আক্তার।

বাবার নাম আফতাব হোসেন। মা শাহিন আক্তার। আয়েশা দীর্ঘ দিন ধরে টিউমার থেকে ক্যান্সারের সাথে লড়াই করছেন। সে রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চায়।

আয়েশা বর্তমানে ঢাকার মহাখালী ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এর ১নং ওয়ার্ডে ভর্তি অবস্থায় আছে। ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের কাছে সহযোগিতা চেয়েছেন।

পরিবারের সদস্যরা ঢাকার মিরপুর বিহারী পল্লীতে বসবাস করেন। বাবা আফতাব হোসেন ছিলেন একজন সফল ব্যবসায়ী। এরপর ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসা খরচ চালাতে হিমশিম অবস্থায় পড়তে হয়। নি:শ্বেস হয়ে যায় তার গড়ে উঠা ব্যবসায় প্রতিষ্ঠান। এই মুহুর্তে ব্যবসায় হারিয়ে ও মেয়ের চিকিৎসা খরচ এবং সংসার চালাতে পাগল প্রায়।

তাই প্রতিবাদী কন্ঠ সামাজিক ও অরাজনৈতিক সংগঠনের আজীবন সদস্য আর্থিক সহযোগিতায় পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী মোঃ মুন্না আয়েশা বাবা আফতাব হোসেনের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

এই সময় উপস্থিত ছিলেন, প্রতিবাদী কন্ঠের  প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. আজিম মিয়া, সাধারণ সম্পাদক  হাফেজ জহিরুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক, মোহাম্মদ বেলাল হোসেন।

যদি কোন বিত্তবান হতদরিদ্র আয়েশা আক্তারকে
বাচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। মেয়ের বাবার বিকাশ নম্বর দেয়া হলো: ০১৯১০০৪৫১১১

Share This Article