
সাবেক হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেছেন, “জিয়াউর রহমানের মৃত্যুর পর আমাকে স্মাগলারদের এমপি বলা হয়েছিল। তখনই খালেদা জিয়াকে অনুরোধ করে টেকনাফে বন্দর ও করিডোর প্রতিষ্ঠা করি। আজ সেই বন্দর বন্ধ, অথচ এখান থেকেই সরকার প্রতিবছর এক হাজার কোটি টাকা রাজস্ব পায়।”
বৃহস্পতিবার বিকেলে টেকনাফে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীশিক্ষা ও কর্মসংস্থান প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, “প্রতিটি গ্রামে নারীদের জন্য ক্লাব গড়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।”
প্রদীপ কুমার দাশের সময়ের হত্যাকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, “কেউ অপরাধ করলে তার বিচার আদালতে হবে, গুলি করে নয়। বিএনপি ক্ষমতায় এলে এসব ঘটনার বিচার হবে।”
সভায় আরও বক্তব্য দেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, উপজেলা যুবদল সভাপতি মোহাম্মদ কায়ুম এবং পৌর বিএনপির সভাপতি আব্দু রাজ্জাক।