ডুয়েট প্রশাসনের দায়িত্বের বর্ষপূর্তিতে সাংবাদিক সমিতির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সহ সম্পাদক (ক্যাম্পাস)

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) প্রশাসন দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে আজ সাংবাদিক সমিতির সাথে এক মতবিনিময় সভা করেছে। গত বছরের আজকের দিনে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণ করেছিল।মতবিনিময় সভায় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য, উপ -উপাচার্য উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমিতির প্রশ্নের উত্তরে সভায় উপাচার্য জানান, বিজয়-২৪ হলের নতুন ছয়তলা ভবন নির্মাণ সম্পন্ন হওয়ার পর এফ. আর. খান, কিউ. কে. এবং এস. এম. হল ভেঙে ফেলা হবে। তিনি বলেন, এতে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বড় অগ্রগতি ঘটবে।

২৪ সিরিজের নবীনবরণ অনুষ্ঠান ক্লাস শুরুর প্রথম দিনেই অনুষ্ঠিত হবে বলে প্রশাসন জানিয়েছে, যাতে নতুন শিক্ষার্থীরা শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সঙ্গে পরিচিত হতে পারে।

ক্যান্টিন সংক্রান্ত অভিযোগের বিষয়ে উপ-উপাচার্য বলেন, ক্যান্টিনের বিরুদ্ধে তিনটি লিখিত অভিযোগ পাওয়া গেলে তা প্রমাণ সাপেক্ষে তাদের চুক্তি বাতিল করা হবে
সভায় সাংবাদিকরা প্রশাসনের সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে প্রশ্ন তুললে উপাচার্য বলেনস্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষার্থীদের কল্যাণএই তিন নীতিতেই ডুয়েট প্রশাসন কাজ করে যাচ্ছে

Share This Article