সাহিত্য ডেস্ক ::
তাজমহল আর চাঁদের বুকে কলঙ্ক লাগেনি আজ,
কলঙ্ক লাগেনি তোমার দুচোখে, কলঙ্ক লাগেনি তোমার দু ঠোঁটে।
এক ফোঁটা এলকোহলে আমি তোমার উষ্ণ ছোঁয়া পাই।
সেকি তোমার নাকি চাঁদ কিংবা তাজমহলের।
আজ তাজমহলের চূড়ায় এক ফালি চাঁদ উঠেছে।
আমি ঢুলুঢুলু চোখে এই চাঁদ, আগ্রা, তোমায় ভালোবাসি বলতে চেয়েছি।
এ যেনো এক অদ্ভুত মাদকতা, ভালোবাসি তোমায় এক সত্য এলকোহল।