দুই হাজার অসহায় দুঃস্থরা পেলেন জামালপুর জেলা পরিষদের শীতবস্ত্র

বিল্লাল হোসাইন, জামালপুর:

বিল্লাল হোসাইন, জামালপুর:
শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি এই স্লোগানকে সামনে নিয়ে জামালপুরে দুই হাজার অসহায় দুঃস্থ ও হতদরিদ্ররা পেলেন জেলা পরিষদের শীতবস্ত্র।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফারহানা সোমাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জেলা পরিষদের পক্ষ দুই হাজার ব্যক্তির মাঝে সারাজেলায় শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র পেয়ে তাদের কিছুটা হলেও উপকৃত হয়েছে।
তিনি অসহায় হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

Share This Article