নবীনগরে অবৈধভাবে বালু তোলায় তিনজনের কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ চিত্র ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা জাফরাবাদ মৌজায় মেঘনা নদীর বালুমহালে ইজারার শর্ত লঙ্ঘন করে অনুমোদিত সংখ্যার চেয়ে বেশি সংখ্যাক ড্রেজার দিয়ে বালু তোলার দায়ে একজনকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে চর মানিকনগর মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার( ১ এপ্রিল) দুপুরে অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দণ্ড দেওয়া হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।তিনি আরও জানান, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ মেঘনা নদীর বালুমহালে নির্দিষ্ট সংখ্যকের চেয়ে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মো. সাদেক মিয়াকে ৫ লাখ টাকা অর্থদণ্ড করে সঙ্গে সঙ্গে আদায় করা হয়। এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

Share This Article