![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ময়মনসিংহ জেলার গৌরিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুমন মিয়ার তত্বাবধানে ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের নির্দেশে থানা পুলিশ বৃহস্পতিবার পৌর সদর সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী. অটোগাড়ী চোর, চোর ও জুয়া খেলায় লিপ্ত থাকার অভিযোগে খেলার সরঞ্জামাদী সহ ১০জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করতে সক্ষম হয়েছে নান্দাইল মডেল থানা পুলিশ।
জুয়া খেলায় জড়িত গ্রেফতারকৃতরা হচ্ছে- সুন্দাইল গ্রামের মৃত সাজন মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩৭), মৃত আব্দুর রাজ্জাকের পুত্র কামাল মিয়া (৩৫), রফিকুল ইসলামের পুত্র সুমন মিয়া (২৫), ইসলাম উদ্দিনের পুত্র আশরাফুল (২৬), ইসমাঈল হোসেনের পুত্র আলী আহাম্মদ (২৫) চাঁন মিয়ার পুত্র কাইয়ূম মিয়া (২০) ও নসরতপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র এনামুল (২২)।
এছাড়া মাদক ও চুরির সাথে জড়িত থাকার অভিযোগে আচাঁরগাঁও নাথপাড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র শাহিন আলম (২৮), মধ্য বাশাঁহাটি গ্রামের মৃত রশিদের পুত্র সোহাগ (২৫) ও ঈশ্বরগঞ্জ জিগাতলার গ্রামের আবুল হোসেনের পুত্র ইমন (২০)। এছাড়াও গত বুধবার থানা পুলিশ পৌর সদরে অভিযান চালিয়ে অটো চোর ও মাদক ব্যবসায়ী সহ আরও ৫ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মজিদ জানান, নান্দাইল পৌরসভা এলাকা সহ উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রামাঞ্চলে এধরনের পুলিশি অভিযান অব্যাহত থাকবে।