
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশের শীর্ষস্থানীয় পরিচ্ছন্ন শিল্পপতি, নোয়াখালীর কৃতি সন্তান, বেগমগঞ্জ থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান মরহুম এম এ হাসেম সাহেব-এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে পারটেক্স পরিবারের পক্ষ থেকে এম এ হাসেম স্মৃতি সংসদ এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বেগমগঞ্জ উপজেলার এম এ হাসেম স্মৃতি সংসদ এর আহ্বায়ক নোয়াখালী জেলা বিএনপি উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্যাহ আল বাকী তার নিজ বাড়িতে এই শীত বস্ত্র বিতরণ করেন।
এর আগে তিনি চৌমুহনী সাধারণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে প্রায় দুইশত শ্রমিকদের মাঝে ফাউন্ডেশনের উদ্দ্যেগে শীত বস্ত্র বিতরণ করা হয়।
চৌমুহনী শ্রমিক সংগঠনের সভাপতি আবদুল মন্নানের সভাপতিত্বে ও নোয়াখালী জেলা কৃষকদল যুগ্ম আহ্বায়ক এজিএস মোঃ হানিফের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ্ আব্দুল্লাহ আল বাকী।
এ সময় তিনি বলেন, এম এ হাসেম স্মৃতি সংসদ সৃষ্টি হয়েছে বেগমগঞ্জ উপজেলার অবহেলিত জনগনের উন্নয়নে কাজ করার জন্য। অসহায় মানুষদের সহযোগিতার জন্য।
তিনি আরো বলেন, আগামীতে তারেক রহমানের নেতৃত্বে এ বাংলাদেশ একটি দুর্ণীতিমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ তুহিন, সাবেক কৃষকদলের সদস্য কাঞ্চন, উপজেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক মিরাজ চৌধুরী, চৌমুহনী সাধারণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম,
চৌমুহনী এস.এ. কলেজের সাবেক জি.এস. রতন, সাবেক ছাত্র নেতা ফারুক আহমেদ সহ আরো অনেকেই।