![](https://bdchitro.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি এই স্লোগানকে ধারন করে নোয়াখালীতে কেক কাটার মধ্য দিয়ে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী এপেক্স ক্লাবের এপেক্স কেয়ার হাসপাতাল।
শনিবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা এটিআই সংলগ্ন মোহাম্মদ ইয়াছিন সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স ক্লাবের এলজি ডাক্তার মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার অশীম কুমার দাস, জেলা জামায়াত ইসলামির সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি মোহাম্মদ শাহজান, এপেক্স কেয়ার হাসপাতালের চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা ছাত্র সমন্বয়ক ফরাদুল ইসলাম, বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল করিম, চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার মোহাম্মদ ছালেহ আহমেদ সোহেল সহ অনেকেই উপস্থিত থেকে কেক কেটে হাসপাতালের শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
এই সময় তারা বলেন, সেবার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এপেক্স কেয়ার হাসপাতালের যাত্রা। নোয়াখালীর মধ্যে উন্নততর চিকিৎসা সেবা নিশ্চিতকরণ, জনগণের জন্য উচ্চমান সম্পন্ন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই হাসপাতাল নির্মাণ করা হয়েছে। বিভিন্ন জটিল রোগের বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা হিসেবে নোয়াখালীতে চিকিৎসাক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এইছাড়াও উন্নত সেবা প্রদানের প্রতিশ্রুতি দিবেন বলেও জানান তারা।
এই সময় আরো উপস্থিত ছিলেন, এপেক্স কেয়ার হাসপাতালের ডিরেক্টর, বিশেষজ্ঞ ডাক্তার, এপেক্স ক্লাবের সদস্যবৃন্দ, হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।