
আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মজ্ঞলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মমিন মার্কেট ও মফিজ কোম্পানি মার্কেটে নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে
সংগঠনের উপদেষ্টা ডাক্তার ছালেহ আহমদ সোহেল প্রধান অতিথি হিসেবে ও মীর আহমদপুর ফাজিল ডিগ্রি মাদরাসার প্রভাষক বেল্লাল হোসেন রাজু এবং সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জন অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন।
অতিথি বলেন, দেশে এখন প্রচুর শীত পড়েছে, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানো। এইছাড়াও আমাদের এই সংগঠন শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যার সময় বন্যার্তদের সাথে হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করেছে এই সংগঠনের কর্মীরা। শীতের শুরু থেকেই তারা শীতার্তদের মাঝে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
এই সময় আরো উপস্থিত ছিলেন, নরোত্তমপুর ইউনিয়ন যুব সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ, সহ যুগ্ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন অন্তর, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ খলিল, ছাত্র কল্যান সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুলাহ আল রাব্বি, শিক্ষা ও মানব সম্পদ আরিফুল ইসলাম আজাদ সহ আরো অনেকে।