পবিপ্রবিতে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অপপ্রচার

বাংলাদেশ চিত্র ডেস্ক

পবিপ্রবি প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবিতে) প্রকাশিত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ উঠেছে।

আজ(২২ অক্টোবর) কয়েকজন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন পোর্টালে প্রকাশিত লিখা শেয়ার করে যার সবগুলোই ভূঁইফোড় পোর্টাল। সেখানে দেখা যায় যথাযত তথ্য ও বক্তব্য বিহীন লিখা। নিয়োগের পরিক্ষা না হলেও কে কে নিয়োগ পেতে যাচ্ছে এসব গুজব ছড়ানো হচ্ছে। এমনকি ব্যক্তিগত আক্রেশের জেড়ে শিক্ষকদের নিয়ে তথ্য- প্রমাণ ছাড়া ভিত্তিহীন কথাবার্তা ছড়ানো হচ্ছে । একাধিক সিনিয়র অধ্যাপক জানান, ” অযোগ্য চাকুরী প্রার্থীরা এসব গুজব এবং অপপ্রচার চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া কথাও জানান তারা। বিশ্ববিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলে মনে করেন এসব মনগড়া লিখা প্রকাশ করায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

বাংলাদেশ চিত্র /এআই

Share This Article