পবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর, সম্পাদক ওয়াজকুরুনী

বাংলাদেশ চিত্র ডেস্ক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশনের ২০২২-২৩ নির্বাচনে সভাপতি পদে মোঃ সাইদুর রহমান জুয়েল , সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াজকুরুনী নির্বাচিত হয়েছে ।

আজ বৃহস্পতিবার(২১জুলাই) কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৭৬জন ভোট প্রদান করে।

প্রধান নির্বাচন কমিশনার হাফেজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস রাত ৯ টার ফলাফল ঘোষণা করেন।তিনি আরো বলেন, এবার নির্বাচনে মোট ১৯টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।বাকি ১১টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হয়েছেন।

৮টি পদে নির্বাচিত প্রার্থীরা হলেন,সভাপতি পদে মোঃ সাইদুর রহমান, সহ-সভাপতি-১ পদে মুহাম্মদ আবু হানিফ, সাধারণ সম্পাদক পদে মোঃ ওয়াজকুরুনী,যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মোঃ বিল্লাল হোসাইন , যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মোঃ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ তাজুল ইসলাম ,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে মুহাম্মদ ইমদাদুল হক ,নির্বাহী সদস্য-৩ পদে মোঃ আতাউর রহমান ।

এর আগে ১১ টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন,সহ-সভাপতি-২ পদে মোঃ রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে এ্যানি চক্রবর্তী, অর্থ সম্পাদক পদে মোঃ আতাউর রহমান,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ সাইফুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক পদে মোসাঃ আতিয়া শাহনাজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সাকিবুল হাসান ফারুক খান,ধর্ম বিষয়ক সম্পাদক পদে মাওলানা মোঃ হাবিবুর রহমান, নির্বাহী সদস্য-১ পদে মোঃ ইউনুছ শরীফ,নির্বাহী সদস্য-২ পদে ড. মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য-৪ পদে মোঃ মাসুল আলম,নির্বাহী সদস্য-৫ পদে আঃ রশিদ খান।

নবনির্বাচিত সভাপতি মোঃ সাইদুর রহমান( জুয়েল) বলেন, আমি ভোটার এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সর্বদা যথাসাধ্য চেষ্টা করবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে।সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা সকলে মিলেমিশে আগামীতে একসঙ্গে কাজ করবো।এছাড়াও তিনি নিরাপত্তাকর্মী এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনী বলেন,যারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং সকল প্রার্থীকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তাকে সাথে নিয়ে অফিসার্সদের নায্য অধিকার আদায়ে সর্বাত্মক চেষ্টা করব। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা কাজ করবো।

Share This Article