পাবনায় তিনটি উপজেলায় ভোট গ্রহণ শুরু

বাংলাদেশ চিত্র ডেস্ক

তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে পাবনা সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, আটঘরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং ঈশ্বরদী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

তিন উপজেলায় মোট ভোটার ৯ লাখ ৯ হাজার ৮৯১ জন। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ৪ লাখ ৯৩ হাজার ৩৪৯ জন, আটঘরিয়া উপজেলায় ১ লাখ ৩৯ হাজার ১৭১ জন ও ঈশ্বরদী উপজেলায় ২ লাখ ৭৭ হাজার ৩৭১ জন।

মোট ২৯২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে পাবনা সদর উপজেলায় ১৬৩টি, আটঘরিয়া উপজেলায় ৪৫টি ও ঈশ্বরদী উপজেলায় ৮৪টি ভোটকেন্দ্র রয়েছে।

Share This Article