“প্রতিবাদী কন্ঠ” সামাজিক সংগঠনের পুরস্কার বিতরন

আজিজ আহমেদ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কলিম উল্ল্যাহ মৌঃ সাহেবের বাড়ির সামনে ইমদাদুল উলুম নুরানি হাফেজিয়া ক্বওমি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে মাধ্যমে মেধাবী ছাত্র ছাত্রী দের মধ্যে প্রতিবাদী কন্ঠ সামাজিক সংঘঠনের পুরস্কার বিতরন করা হয়েছে।

মাওঃ ছায়েদুল হকের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছির কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গবেষক মুফতি শহিদুল ইসলাম মাদানী।

প্রতিবাদী কন্ঠ সামাজিক সংঘঠনের পক্ষ থেকে অত্র মাদ্রাসার ২ জন হাফেজ ছাত্রকে পাঞ্জাবি সেট ও প্রধান মেহমানের হাতে নবাগত হাফেজদের মাথায় পাগড়ি পড়ানো হয় সেই সাথে নুরানি শ্রেণীর বার্ষিক পরীক্ষায় মেধা অনুসারে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী ও পুরস্কার বিতরন করা হয়।

এইসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মো. আজিম, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, ফিরোজ উদ্দিন, সাহাদাত হোসেন সুজন, আবদুল্লাহ আল রিফাত, আবু তালেব, সাংবাদিক আজিজ আহমেদ ও অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলি, ছাত্র ছাত্রী এলাকার ধর্মপ্রান মুসল্লি এবং গন্যমান্য ব্যক্তি সহ আরো অনেকে।

বাংলাদেশ চিত্র/আনিস

Share This Article