বরিশাল বানাড়ীপাড়ায় আইনের তোয়াক্কা না করেই বহুতলা ভাবনের নির্মান কাজ চলছে


faizahmmed1994@gmail.com প্রকাশের সময় : ফেব্রুয়ারি ৮, ২০২৩, ৭:৫৯ পূর্বাহ্ণ /
বরিশাল বানাড়ীপাড়ায় আইনের তোয়াক্কা না করেই বহুতলা ভাবনের নির্মান কাজ চলছে
বরিশাল বানাড়ীপাড়ায় আইনের তোয়াক্কা না করেই বহুতলা ভাবনের নির্মান কাজ চলছে

বরিশাল ব্যুরো প্রধান ::

বরিশাল বানারীপাড়া পৌরসভা এলাকায়  আদালতের আদেশ উপেক্ষা করে অবৈধ ভাবে বহুতলা নির্মাণাধীন কাজ শুরু করেছে।
তথ্য বিশ্লেষণ করে জানা যায়, অভিযুক্ত এসআই শফিকুল ইসলাম লিপু ও শহিদুল ইসলামের নেতৃত্বে বানারিপাড়া পৌরসভার বিপরীতে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলছে। নির্মাণাধীন ওই দালানের উপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও কোন আইনের তোয়াক্কা না করে দিনরাত কাজ চলছে আদালত অবমাননা করে।
হয়রানির ভুক্তভোগী ও অভিযোগকারী এ্যাডভোকেট মো. জাকির হোসেন বলেন, আদালতের সকল আদেশ উপেক্ষিত তাদের দ্বারা। এমনকি পুলিশের চাকরীর ক্ষমতার অপব্যবহার করে লিপু স্থানীয় থানাকে প্রভাবিত করেন। লিপু ওই মামলারত জমি রক্ষায় ২০১৭ সালে আমাদের নামে মামলাও করেছে। ২০২২ সালেও সে মামলার অগ্রগতিতে লিপুর সই সাক্ষর রয়েছে। এরা আদালতের কোন আদেশ না মেনে কাজ চালাচ্ছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত পুলিশ সদস্য এসআই শফিকুল ইসলাম লিপু বলেন, আমি পিরোজপুর থাকি।আমি কোনভাবে ওই নির্মান কাজের বিষয় হস্তক্ষেপ করিনা। তবে বাদি হওয়া মামলাতে কি ভেবে যে বাদি হয়েছিলাম তা জানিনা।
শহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নির্মাণাধীন কাজের বিষয় আমি কিছু জানিনা। মাত্র ১ মাসে নির্মাণাধীন দালান কোর্টের আদেশ না মেনে তিনতলা হচ্ছে কিভাবে? এমন প্রশ্নের উত্তরে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।