
বাংলাদেশের মতো এতো তাড়াতাড়ি ধনী হয় না কোনো দেশের ব্যবসায়ী। অনেক ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স দিতে চান না। রাজনৈতিক সদিচ্ছা ও পদক্ষেপ ছাড়া ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বনানীতে পিআরআই কনফারেন্স রুমে এক বইয়ের মোড়ক উন্মোচন সেমিনারে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, এ বছর প্রবৃদ্ধি ভালো না হলেও খাদ্যের অভাব হবে না। আগামীতে সমতা ও কল্যাণময় রাষ্ট্র বিনির্মানে গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘এরমধ্যেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। অন্তর্বর্তী সরকার পদচিহ্ন রেখে যাবে, ক্ষমতায় আসা রাজনৈতিক দল তা বাস্তবায়ন না করলে দেশের মানুষই তাদের টেনে নামাবে’
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুফ করেনি। সমতা ও কল্যাণময় দেশ প্রয়োজন। প্রবৃদ্ধি তেমন হবে না, তবে খাদ্যের অভাবও হবে না। এর কিনারা থেকে বাংলাদেশ ফিরে আসছে বলে জানান অর্থ উপদেষ্টা।’
সোমবার উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে লেখক বলেন, মুদ্রানীতি মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না। তেমনি গতানুগতিক প্রবৃদ্ধি কোনো দেশেকে টেকসই উন্নয়নে রাখে না।