আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বাংলাদেশ বৃহত্তর নোয়াখালী অনলাইন রেন্ট এ কার গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরআন তেলোয়াত ও অতিথিদেরকে ফুল দিয়ে বরনের মাধ্যমে শুরু হওয়া ইফতার মাহফিলে কমিটির দায়িত্ববানদের ফুলের মালা গলায় পড়িয়ে দেন অতিথিবৃন্দরা।
মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা লক্ষ্মীপুর রোডের সেন্ট্রাল কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বৃহত্তর নোয়াখালী অনলাইন রেন্ট এ কার গ্রুপের আয়োজনে
সিনিয়র সহ সভাপতি আবদুল আল মামুনের সঞ্চালনায় সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম শ্রম আদালতের ২ এর সদস্য ও বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা,
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্রগ্রাম যুব কমিটির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বেগমগঞ্জ উপজেলার ট্রাফিক ইনচার্জ আসাদুজ্জামান, নোয়াখালী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল আমিন সেলিম, সাধারণ সম্পাদক আবদুর রহিম, ক্রীড়া সম্পাদক ফিরোজ হোসেন।
অতিথিদের বক্তব্যে বলেন, দৈনন্দিন জীবনে ভ্রমণের প্রয়োজনে প্রায়শই গাড়ি ভাড়া করতে হয়। তাই এটি ভিন্নধর্মী ও বৃহৎ অনলাইন পরিবহন সেবা সংগঠন। খুব স্বল্প মুল্যে ভালো সেবার নিশ্চয়তা রয়েছে। চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজার সহ যেকোনো স্থান থেকে আমাদের কাছে ফোন বা অনলাইনে মেসেজ করলে খুব দ্রুত কম সময়ের মধ্যে আমরা আপনাকে গাড়ি আপনার সামনে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সবসময় যাত্রীর নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা দিতে প্রস্তুত রয়েছি আমরা। এই ছাড়াও প্রবাসীদের জন্য জন্য রয়েছে সর্বাধিক সুযোগ সুবিধা ও স্বল্প খরচে যাতায়াতের সু-ব্যবস্থা।
এই গ্রুপটি যেভাবে সমাজে সকল শ্রেণীর মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছেন তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নে গীগ ইকোনমি হিসেবে ভূমিকা পালন করে যাচ্ছেন। তাই নেতৃবৃন্দ এই সেক্টরে সকল প্রকার প্রশাসনিক হয়রানী বন্ধ করে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সবশেষে মাওলানা আইয়ুব আলীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে আগত অতিথিদেরকে ইফতারে মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন, বৃহত্তর নোয়াখালী অনলাইন রেন্ট এ কার গ্রুপের উপদেষ্টা সালা উদ্দিন, উপদেষ্টা আলাউদ্দিন, মুহাম্মদ আরিফুর রহমান, রাসেল আমিন, মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম খাঁন নয়ন, সিনিয়র সহ সভাপতি আবদুল আল মামুন, মোহাম্মদ আলী, জনি সাইফুল রিপন, কামরুল ইসলাম, এস এ মাসুম, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আরাফাত, মিজানুর রহমান, মোহাম্মদ শামিম সহ মালিক, শ্রমিক, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সহ আরো অনেকে।