বিএনপি নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর

বাংলাদেশ চিত্র ডেস্ক

ভেড়ামারায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করার প্রতিবাদে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার রাতে ফরিদা ইয়াসমিনের সমর্থকরা ভেড়ামারা শহরে ঝাড়ু মিছিল বের করেন। এ সময় জাতীয় যুব সংহতির পৌরশাখার সাধারণ সম্পাদক সুমন বিশ্বাসের অফিস ভাঙচুর করেন বিএনপি সমর্থকরা।

এর আগে ওই দিন বিকালে এক জনসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন বিএনপি নেত্রী ফরিদা ইয়াসমিনকে নিয়ে অশালীন মন্তব্য করেন।

সূত্র জানায়, বিকালে উপজেলার আমলা বাজারে জনসভার আয়োজন করেন জাতীয় পার্টির (কাজী জাফর) স্থানীয় নেতাকর্মীরা। জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে লিংকন ওই অশালীন মন্তব্য করেন। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তপ্ত হয়ে ওঠে ভেড়ামারার রাজনৈতিক অঙ্গন।

তবে এ ঘটনায় বুধবার লিংকন সংবাদ সম্মেলন করে বলেন, মুখ ফসকে বিএনপি নেত্রীর বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

এদিকে ফরিদা ইয়াসমিন জানান, লিংকনের শিষ্টাচার বহির্ভূত এমন বক্তব্যের জন্য তিনি মানহানির মামলা করবেন।

Share This Article