আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি: বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহর স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যেগে আবাসিক ছাত্র ও অসহায় মানুষের মাঝে সামাজিক সচেতনতার লক্ষ্যে স্ক্যাবিস রোগের প্রতিশোধক ওষুধ বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের দীঘীর পাড় সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহর স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. মো. ছালেহ আহমেদ সোহেল এই বিতরন কার্যক্রম পরিচালনা করেন।
তিনি বলেন, চর্ম রোগের মধ্যে স্কাবিস রোগ একটি বিরক্তিকর ও বিব্রতকর ছোয়াছে রোগ। এই রোগ ছোয়াছে বিধায় এটি একজনের থেকে পরিবারের সবার মধ্যে ছড়ায়। তাই পরিষ্কার পরিছন্ন থাকলে ও সচেতন হলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
এর আগে দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীদের বার্ষিক ক্বেরাত ও গজল প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এইসময় ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সংগঠন, ব্যাক্তি, প্রতিষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এই সময় উপস্থিত ছিলেন, আশশাবাব সমাজ কল্যান পাঠাগারের সভাপতি মো. রহমত উল্লাহ, বিসমিল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মীর হোসেন মিলন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিঠু, চৌমুহনী ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. সুজন, পারি ফাউন্ডেশনের নুর হোসেন মনু, আবু জাফর, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরো অনেকে।