
দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি এসে যেনো স্বস্তি ফিরে এসেছে উপকূলীয় পাইকগাছার জনজীবনে। যেনো নতুন প্রাণ ফিরে পেলো প্রকৃতি। চলমান তীব্র তাপদাহের পর গতকাল সোমবার খুলনার পাইকগাছা উপজেলা জুড়ে সন্ধ্যা হতে রাত নয়টা পর্যন্ত টানা বৃষ্টি হওয়ায় অবসান ঘটেছে তাপ প্রবাহের।
উল্লেখ্য জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে তাপপ্রবাহ দীর্ঘ হওয়ায় অতিষ্ঠ হয়ে ওঠে এ উপজেলার প্রাণ প্রকৃতি ও জনজীবন। যার ফলে হিট্ স্ট্রোক সহ দেখা দেয় নানা রোগ বালাই। এ দিকে অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে সরকার দফায় দফায় হিট এলার্ট ঘোষণা করে স্কুল কলেজ বন্ধ রাখে। বৃষ্টির অভাবে প্রকৃতি যেন উত্তাপ্ত হয়ে ওঠে। দিনে রাতে সবসময় যেন অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছিল এ উপজেলায়। যার ফলে কোথাও যেন স্বস্তি ছিল না।
তীব্র তাপদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিলো শিশু এবং বয়স্ক মানুষ। তীব্র তাপপ্রবাহের ফলে মানুষের চলাফেরা কমে যায়। বিরুপ প্রভাব পড়ে দৈনন্দিন জীবন যাপনে। চরম বিপাকে পড়েন নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবী মানুষ।
এমতাবস্থায় বৃষ্টির জন্য প্রকৃতি যেমন হাহাকার করেছে তেমনি মানুষও প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তার কাছে আর্তনাদ করেছে। অবশেষে সোমবার সন্ধ্যায় দেখা মেলে চির অভিমানী বৃষ্টির। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত টানা দুই ঘন্টা পাইকগাছার সর্বত্রই বৃষ্টি হয়। এর ফলে প্রাণ ফিরে পায় প্রকৃতি আর স্বস্তি ফিরে আসে জনজীবনে।
এ ছাড়াও তীব্র তাপদাহের পর বৃষ্টি হওয়ায় অনেকেই ভিজতে ভিজতে বৃষ্টিকে উপভোগ করেন এবং অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার ও বৃষ্টি সম্পর্কিত বিভিন্ন পোস্ট দিয়ে বৃষ্টিকে বরণ করে নেন।