বেগমগঞ্জে মাদক, ইভটিজিং ও যৌতুক বিরোধী মিছিল

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধিঃ

আজিজ আহমেদ, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কুতুবপুর গ্রামে হাজী মার্কেটের সামনে থেকে হাজী মার্কেট যুব সংঘের উদ্দ্যেগে মাদক, ইভটিজিং ও যৌতুক বিরোধী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সৌদি আরব প্রবাসি উপদেষ্টা শেখ সম্রাট মোহাম্মদ সজিবের নির্দেশে যুব সংঘ সদস্যদের সার্বিক সহযোগিতায় হাজী মার্কেট থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন মাদক বিরোধী স্লোগানে মুখরিত হয়ে এলাকার প্রধান সড়ক পদক্ষীন হয়ে শ্রীধরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

তারা বলেন, যুব সংঘ মাদকের বিরুদ্ধে জেগে উঠেছে। এখন থেকে কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর স্থান হবে না। আমাদের এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং থাকবে। এলাকায় প্রতি অলিগলিতে আমরা এলাকাবাসী পাহাড়া দিবো। যারা মাদক বিক্রি করবে এবং যারা কিনবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যতদিন পর্যন্ত আমাদের গ্রাম থেকে মাদক নির্মূল না হবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই।
তারা আরো জানায়, যদি কেও মাদকের সাথে জড়িত থাকে তারা যদি মাদক ছেড়ে ভালো পথে আসে তাহলে যুব সংঘের পক্ষ থেকে তাদের পরিবার চালানোর জন্য এক মাসের খরচ বহন করা হবে।

এই সময় আরো উপস্থিত ছিলেন সভাপতি আবদুল মাজেদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য মোহাম্মদ সম্রাট হোসেন, আবদুল হান্নান বাবু, রবিউল হোসেন রবি, ইয়াছিন আহমেদ, মোহাম্মদ শাকিল, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ শাহ পরান, মোহাম্মদ আশিক, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ রাহাত, শ্রীধরপুর ভয়েজ ক্লাবের মোহাম্মদ নিশু এবং এলাকার সামাজিক ও সচেতন ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

Share This Article