ভেদরগঞ্জে শিশু তায়্যেবা হত্যা: আপন চাচি সহ গ্রেফতার ৩

বাংলাদেশ চিত্র ডেস্ক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে ৬ বছরের শিশু তায়্যেবা হত্যার ঘটনায় আপন চাচিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, চলছে উত্তেজনা ও প্রতিবাদ।

নিহত শিশুর পিতা টিটু সরদার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। নিহত তায়্যেবা ছৈয়াল কান্দি গ্রামে স্থানীয় দারুল নাজাত মাদরাসার নার্সারী শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তায়্যেবা গত বুধবার ২৩ সেপ্টেম্বর বিকালে বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন এবং পরবর্তীতে আশপাশের বিভিন্ন এলাকায় মাইকিং ও পোস্টারিং করেন। এরপরও নিখোঁজ তায়্যেবার সন্ধান মিলেনি। দু’দিন পর গত শুক্রবার সকালে বাড়ির পাশে মেসবাহউদ্দীন মোল্লার নামে এক ব্যক্তির বাসার সেফটিক ট্যাংকের ঢাকনা কিছুটা খোলা দেখলে সন্দেহ হয় তাদের। পরে সেখানে তায়্যেবার মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার দিন শুক্রবার রাতে শিশু তায়্যেবার চাচি আয়েশা বেগম, নাসিমা ও আসিফ নামে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন পুলিশ। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে শিশু তায়্যেবা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার বিকাল ৫ টার দিকে আদালতে সোপর্দ করা হয়।

ঘটনার পর রবিবার সখিপুর বাজারে স্থানীয়রা মানববন্ধন করে দোষীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এলাকাবাসীর অভিযোগ, পরিবারের অভ্যন্তরীণ বিরোধের বলি হয়েছে নিষ্পাপ শিশু তায়্যেবা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল পুরো এলাকা। নির্দোষ শিশু তায়্যেবার মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশু তায়্যেবার বাবা টিটু সরদার বলেন, গত বুধবার বিকালে আমার মেয়ে নিখোঁজ হয়। আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে সখিপুর থানায় সাধারণ ডায়েরী (জিডি) করি। এরপর শুক্রবার দুপুরে আমি জানতে পারি, আমার বাড়ির পাশে একটি সেফটিক ট্যাংকের ভিতরে আমার মেয়ের লাশ পাওয়া যায়। পরে জানতে পারি আমার বড় ভাইয়ের বউ আয়েশা বেগম আমার মেয়ের হত্যার সঙ্গে জড়িত। আমার বড় ভাই সাহান সরদারের সাথে দীর্ঘদিন ধরে পৈত্রিক জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। মাঝে মধ্যে নানাভাবে আমার ক্ষতি করার চেষ্টা করত। আমি আমার মেয়ের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামীদের শাস্তি চাই।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল হক বলেন, শিশু তায়্যেবা হত্যার ঘটনায় তার পিতা টিটু সরদার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন এবং থানা পুলিশ তিনজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিরা হল নিহতের চাচি আয়েশা বেগম, প্রতিবেশী নাসিমা ও আসিফ। তাদের আদালতে প্রেরণ করে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনার সাথে জড়িত সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

Share This Article