“মানব কল্যান পরিষদ” স্বেচ্ছাসেবী সংগঠনের নব কমিটি প্রকাশ

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাজমুল সুজন বিশ্বাস::

সাতক্ষীরা কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে , সামাজিক, স্বেচ্ছাসেবী, রক্তদান ও সেবামূলক সংগঠন ‘ “মানব কল্যান পরিষদ” এর কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে।

সকলের সম্মতিক্রমে মো: মাসুদ আক্তার সভাপতি, রাশেদ হোসেন সাধারণ সম্পাদক এবং বাবলু রহমানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

“মানব কল্যান পরিষদের” মূল লক্ষ্য গরিব-দুখী মেহনতী মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক, স্বেচ্ছাসেবী, রক্তদান ও সেবামূলক কাজ করে সবার পাশে দাঁড়ানো।

রবিবার (১৮ ফেব্রুয়ারী ) রাত ৮টার দিকে বিশেষ এক আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি প্রিন্সিপাল গাজী রবিউল ইসলাম, হুমায়ূন কবির,ইযাকুব আলী,বাবলু রহমান,ডাঃ তুহিন হোসেন,বাবলুর রহমান,আব্দুল্লাহ আল-মামুন,জামশের, রাহুল,আজিবার রহমান, তুষার, সমাজ সেবক সৈকত খাঁ,হারুন আর-রশিদ, বিশিষ্ট ব্যাবসায়ি মিকাইল গাইন, জাহিদ হাসান,ভ্লাগার আজমল গাজী,ইলেকট্রিশিয়ান হাবিবুর রহমান’সহ প্রমুখি।

Share This Article