মানারাতে “জুলাই অভ্যুত্থান ও শহীদ স্মরণে” তিনটি ব্যতিক্রমধর্মী ইভেন্ট

বাংলাদেশ চিত্র ডেস্ক

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) ক্লাবের আয়োজনে এবং দিগন্ত কণ্ঠ পত্রিকার সহযোগিতায় শুরু হয়েছে “জুলাই অভ্যুত্থান ও শহীদ স্মরণে বিশেষ ইভেন্ট সিরিজ – ২০২৫”। শহীদ শাকিল পারভেজ, আহনাফ আবির আশরাফুল্লাহসহ ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানে আহত ও সকল শহীদদের স্মরণে আয়োজিত এ আয়োজন ইতোমধ্যেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

“তোমার গল্প, তোমার আঁকা, তোমার কোড—এই বিপ্লবের কণ্ঠ হোক” এই স্লোগানে তিনটি ব্যতিক্রমধর্মী ও সৃজনশীল ইভেন্টের আয়োজন করা হয়েছে:

🎬 “জুলাই – সাহসের গল্প”

শিক্ষার্থীরা তৈরি করবেন প্রামাণ্যচিত্র, শর্টফিল্ম অথবা নাটক, যেখানে ফুটে উঠবে তাদের চোখে দেখা জুলাই বিপ্লবের বাস্তবতা ও আবেগ। নির্বাচিত কাজগুলো প্রদর্শিত হবে বড় পর্দায়, এবং অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রশ্নোত্তর পর্বও।

🎨 “জাগো বাংলাদেশ”

শহীদদের স্বপ্ন, প্রতিরোধের চেতনা ও নতুন বাংলাদেশের কল্পনা উঠে আসবে শিক্ষার্থীদের হ্যান্ডপেইন্ট, ডিজিটাল আর্ট ও দেয়ালচিত্রে। প্রদর্শনী হবে ক্যাম্পাসজুড়ে এবং সেরা শিল্পকর্মগুলোর জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা।

💻 “জুলাই ডিজিটাল হ্যাকাথন”

এই ইভেন্টে শিক্ষার্থীরা AR, AI, অ্যাপ, মিনি গেম এবং বিভিন্ন ডিজিটাল টুলের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে প্রযুক্তির ভাষায় উপস্থাপন করবেন। উদ্ভাবনী চিন্তাকে উৎসাহ দিতে থাকছে আকর্ষণীয় পুরস্কার ও ‘জুলাই ডিজিটাল আর্কাইভ’-এ সংরক্ষণের সুযোগ।

শুধুমাত্র মানারাতের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাই এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন। অংশগ্রহণকারীদের জন্য থাকছে নগদ পুরস্কার, অফিসিয়াল সার্টিফিকেট, এবং সেরা কাজগুলো বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ডিজিটাল আর্কাইভে স্থায়ীভাবে সংরক্ষণের সুযোগ।

👉 রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানা যাবে:
🌐 https://miucse.eu.org/
📩 অথবা MIU CSE ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজ/গ্রুপে যোগাযোগের মাধ্যমে।

Share This Article