মায়মুনা ইসলাম বিনা’র কবিতা “বিজয়”

বাংলাদেশ চিত্র ডেস্ক

বিজয়

আমি দেখিনি তোমায়
শুনেছি শত কবির গল্পে।
তুমি আছো বাঙালির হৃদয়ে
জাতির জীবনে স্মৃতি হয়ে।
যে স্মৃতি কখনো ভুলবে না
জাতি স্মৃতিময় জ্বলজ্বলে।

আমি দেখিনি সেই বঙ্গবন্ধুর-
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।
যে ভাষনে বঙ্গবন্ধু বলেছিলো
জাতির মুক্তির মূলমন্ত্র।
আমি দেখিনি সেই দিনগুলো-
দীর্ঘ নয় মাস লাখো শহিদের রক্ত।

আমি দেখিনি সেই অগ্নিকান্ড-
যা শূন্য করেছিলো লাখো মায়ের কোল
বিধ্বস্ত করেছিলো বাংলার সম্পদ।
আমি দেখিনি সেই অত্যাচার-
যারা ঝাঁপিয়ে পড়েছিলো
ঘুমন্ত বাঙালির উপর।

আমি দেখিনি সেই রাজাকারদের-
যারা সম্মানহানি করেছিলো
দু’লক্ষ মা-বোনদের।
আমি দেখিনি সেই হত্যাকান্ড-
যারা জঘন্যতম পাপ করেছিলো
নিরহ বাঙালির উপর।

আমি শুধু জানি
ত্রিশ লক্ষ শহিদের রক্ত
দু’লক্ষ মা-বোনদের সম্মানহানির
বিনিময়ে অর্জিত তুমি
বাঙালির শ্রেষ্ঠ অর্জন
মহান বিজয় দিবস

Share This Article