যশোরের শার্শায় ৯পিচ ভারতীয় ইয়াবাসহ মোটরসাইকেল জব্দ আটক-১!

বাংলাদেশ চিত্র ডেস্ক

নাজমুল সুজন বিশ্বাস :: শার্শা-(যশোর)প্রতিনিধি :: 

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ নভেম্বর ২০২৫ তারিখে কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৯ পিস ভারতীয় ইয়াবা এবং ০১ টি মোটরসাইকেলসহ মোঃ বাবু হোসেন (৩৮), পিতা- মৃত ইনতাজ পাড়, গ্রাম-ঝাবাঘাট, পোস্ট-সোনাবাড়িয়া, থানা-কলোরোয়া, জেলা-সাতক্ষীরাকে আটক করে।

আটককৃত মাদকদ্রব্য এবং মোটরসাইকেলের আনুমানিক সিজারমূল্য-১,০২,৭০০/-(এক লক্ষ দুই হাজার সাতশত) টাকা।

বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।  

Share This Article