যুদ্ধ নয় শান্তি চাই

মোহাম্মদ মুজিবুল হক

মানুষ হলো সবার সেরা
দু’দিনের এই ভবে,
প্রীতি রেখে পরস্পরে
চলবো মোরা সবে।

ইউক্রেনে রুশ আক্রমণে
মনে জাগে শঙ্কা,
কবে জানি বাজে আবার
বিশ্ব যুদ্ধের ডঙ্কা?

সত্যি যদি যুদ্ধ বাঁধে
অনেক ক্ষতি হবে,
মানুষ হবে দিশেহারা
অশান্তিতে রবে।

যুদ্ধ ছেড়ে আসুন সবাই
করি প্রেমের গল্প,
প্রেম প্রীতিতে গাইবো মোরা
জীবনের গান অল্প।

হিংসা ছেড়ে প্রীতি দিয়ে
চালাও জীবন ভেলা,
চোখ মুদিলে ক্ষণিকের এই
সাঙ্গ হবে খেলা।

Share This Article