রাজশাহীতে লিচুর ভালো ফলন হলেও দাম নিয়ে চিন্তিত বাগানীরা

বাংলাদেশ চিত্র ডেস্ক

রাজশাহীর লিচু বাগানগুলোতে পাকতে শুরু করেছে লিচু। হাঁটে- বাজারে ও উঠতে শুরু করেছে রসালো এই ফলটি।

তবে বাগানীদের অভিযোগ, বাজারে লিচুর দাম ও চাহিদা ভালো থাকলেও পাইকারি ব্যাপারীরা বাগানে এসে লিচুর দাম অনেক কম বলছেন।

লিচু বাগানি শাজাহান আলী

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থিত একটি লিচু বাগানের মালিক শাজাহান আলী। তিনি বিডি চিত্র’কে

কে বলেন, লিচু মৌসুমী একটি ফল। অন্যান্য বারের চেয়ে এবছর বাগানে লিচু ভালো এসেছে। ইতিমধ্যে লিচু পাকতেও শুরু করেছে। তবে বাজারে যে লিচু ২০০/২২০ টাকা ‘শ বিক্রি হচ্ছে, মৌসুমী পাইকারি ব্যাপারীরা বাগানে এসে সেই লিচুর দাম বলছেন ১০০-২০০ টাকা ‘শ।

তিনি বলেন, বছরে একবার লিচু আসে কিন্তু আমাদের সারাবছর-ই বাগানের পরিচর্যা করতে হয়। সার, কীটনাশক ও শ্রমিক নিয়োগে এবছর যে টাকা খরচ হয়েছে তাতে করে ব্যাপারীদের বলা দাম আমাদের হতাশ‌ করছে।

মৌসুমী লিচু ব্যাপারীদের সাথে কথা বললে তারা বিডি চিত্র’কে বলেন, আমরা ‘শ হিসেবে লিচু ক্রয় করি না। একটি বাগান আমরা সম্পূর্ণ চুক্তিতে ক্রয় করে থাকি। সে ক্ষেত্রে অনেক বাগানে আমাদের লাভ হয় আবার অনেক বাগানে লস গুনতে হয়।

Share This Article