শহীদ মিনারে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

ক্যাম্পাস প্রতিবেদক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ১৯৫২ সালে বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রান উৎসর্গ করা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতি।

এসময় তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির উপদেষ্টা ইমরানুল আজিম চৌধুরী, সভাপতি সুজয় মজুমদার, সহ-সভাপতি সজিব খান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ-সম্পাদক ইব্রাহিম খলিল, দপ্তর সম্পাদক মোমেনা আক্তার দিনা, কার্যনির্বাহী সদস্য  নয়ন কুমার বর্মন উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের এই দিনে ১৪৪ ধারা ভেঙে বাংলা ভাষা রক্ষার আন্দোলনে নেমে পুলিশের গুলিতে প্রাণ হারান সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও কয়েকজন। তাদের সাহসিকতা ও বুকের তাজা রক্তের বিনিময়ে ওই দিন মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠা করতে পেরেছিল বাঙালি জাতি।

১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হলো—‘বহুভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষাব্যবস্থা রূপান্তরের প্রয়োজনীয়তা’।

TAGGED:
Share This Article

Share this post

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com