শ্রীপুরে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ শারফুলের

বাংলাদেশ চিত্র ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নে ছয়টি গ্রামের প্রায় ৩ হাজার দুস্থ, গরিব ও অসহায় মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকালে কাওরাইদ ইউনিয়নের ৬টি ওয়ার্ডে এসব সামগ্রী বিতরণ করা হয়। শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ৫নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি পক্ষ থেকে অসহায় হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করেন।

এ সময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপকারভোগী বাচ্চু শেখ বলেন, ‘নিজে কাম-কাইজ তেমন করতে পারিনা। মাইনসের কাছে চাইয়া-চিন্তা চলতে হয়।

সেদিন এলাকার একজন বাড়ি এসে একটা লুঙ্গি দিইয়া গেছে। আইজ শারফুল ভাই আমারে ডাইকা একটা লুঙ্গি দিছে। অহন আর চিন্তা নাই। অন্তত এই বছরডা চইলা যাবেনে।

Share This Article