সহচলি আন্তর্জাতিক নাট্য উৎসবে দর্শক মাতালো বাংলাদেশের ‘সুন্দরী’


তানজিদ শুভ্র প্রকাশের সময় : সেপ্টেম্বর ৭, ২০২২, ৮:৪৪ পূর্বাহ্ণ /
সহচলি আন্তর্জাতিক নাট্য উৎসবে দর্শক মাতালো বাংলাদেশের ‘সুন্দরী’
সহচলি আন্তর্জাতিক নাট্য উৎসবে দর্শক মাতালো বাংলাদেশের ‘সুন্দরী’

ভারতের পশ্চিমবঙ্গের সহচলি নাট্যউৎসবে অংশ নেওয়া বাংলাদেশের একমাত্র নাট্যদল জিএলটিএস প্রফেশনাল থিয়েটারের পরিবেশিত সুন্দরী নাটকটি মঙ্গলবার রাতে উৎসবের দর্শকদের মুগ্ধ করেছে।

২-৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নাট্য উৎসব। সুকান্ত ভবনে অনুষ্ঠিত সেই উৎসবে বাংলাদেশ থেকে জিএলটিএস প্রফেশনাল থিয়েটার নামের নাট্যদল অংশগ্রহণ করে।

‘সবুজে শক্তি, সবুজে মুক্তি’ এই প্রতিপাদ্য নিয়ে জিএলটিএস থিয়েটার তাদের প্রথম মঞ্চনাটক ‘সুন্দরী’ পরিবেশন করে। প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং গাছ ছাড়া ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকতে পারবে না এই থিম নিয়ে নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন কবি শাহিন রিজভি।

“সুন্দরী” নাটকের অভিনয় শিল্পীরা ছিলেন ফারুক মাহমুদ দীপু, বিজন কুমার সরকার, সুবির চন্দ্র কর, শরিফুল আলম সাগর, জয়া আহমেদ মিতু, মোনালিসা মোনা, জায়েন খান প্যারিস, উজ্জ্বল মন্ডল, শফিক আব্দুল্লাহ। আবহ সংগীতে কামরুল হাসান, আলোক পরিকল্পনায় সবুজ ভুইয়া।

নাট্যউৎসবে আগত দর্শকরা নাটকটির প্রভূত প্রশংসা করেন এবং বাংলাদেশের নাটকের প্রতি তাদের আগ্রহ ব্যক্ত করেন।