
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
জমি দখল, ভুয়া মামলা, অপহরণ ও নানা ধরনের সহিংস অপরাধ আরো বৃদ্ধি করেছে রাজারবাগ পীর দিল্লুর রহমান ও তার অনুসারীরা। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় তাদের অপরাধী কার্যক্রম আরো বৃদ্ধি পেয়েছে।
জানা গেছে, রাজধানীর মালিবাগ, খিলগাঁও, গাজীপুর, টঙ্গি, নারায়ণগঞ্জ, কাপাসিয়াসহ ও অন্যান্য স্থানে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করেছে তারা। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, চাপাইনবাবগঞ্জসহ দেশের বেশ কিছু জেলায় সাধারণ মানুষকে জমি ও অর্থ দিতে চাপ প্রয়োগ করছে রাজরবাগ পীরের অনুসারী সন্ত্রাসীরা। স্থানীয়রা বলছেন, রাজরবাগ পীরের অনুসারীরা ইসলামের বিভিন্নি ধরনের ব্যাখ্যা দিয়ে জমি, মসজিদ ও মাদ্রাসা স্থায়ী ভাবে তাদের দিয়ে দেওয়ার জন্য বলছে। যদিও তাদের দেয়া ইসলামিক বক্তব্য নিয়ে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে।
আরো জানা যায়, দিল্লুর রহমান ও তার অপরাধী চক্র নিয়ে সংবাদ করতে চাওয়ায় বিভিন্ন টেলিভিশন ও সংবাদ পত্রের কর্মীদের ওপর হামলা করেছে তার অনুসারীরা। নিউজ টোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, একাত্তর টেলিভিশন, নাগরিক টিভি, দেশ টিভি, ডেউলি সানসহ আরো বেশ কয়েকটি মিডিয়া হাউজে তারা হকিস্টিক, লাঠি ও অন্যান্যা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে।
নিউজ ২৪ এর সাংবাদিক নাঈম আল জিকু জানান, ২০২৪ সালের ১৯ আগস্ট পীর দিল্লুর রহমানের নির্দেশে তার অনুসারী ও সন্ত্রাসীরা নিউজ ২৪ এ ঢুকে হামলা ও ব্যাপক ভাংচুর চালায়। কম্পিউটার, প্রিন্টার, টেলিভিশনসহ বিভিন্ন আসবাবপত্র ব্যাপক ভাঙচুরের পাশাপাশি লুট করে নিয়ে যায়।
২০২৫ সালের জানুয়ারি মাসের ২৫ তারিখ কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে দিল্লুর রহমানের অনুসারীরা হামলা চালায়। এই দুই পত্রিকার রিপোর্টার তাদের অপরাধ সম্রাজ্য নিয়ে সংবাদ সংগ্রহ করছিলো। কোনো ভাবেই নিউজ যেনো না হয় সেজন্য এই হামলা চালানো হয় বলে জানান কালের কণ্ঠ পত্রিকার রিপোর্টার মো. জহিরুল ইসলাম।
নাগরিক টিভির সিনিয়র রিপোটার রাশেদুল কাঞ্চন জানান, রাজারবাগ পীর দিল্লুর রহমানের অনুসারীরা নাগরিক টিভিতে এসেও ভাঙচুর করেছে ২০২৫ সালের মে মাসের ৩০ তারিখ।তার বিরুদ্ধে করা নিউজ কেনো এখনো নাগরিক টিভির ইউটিউবে দেখা যায় এই প্রশ্ন ছিলো দিল্লুরের অনুসারীদের। দ্রুত তাদের বিষয়ে প্রচারিত সব ধরনের নিউজ সরানোর হুমকি দেয় তারা। এছাড়া এই রিপোটার জানান, নাগরিক টিভির নারী সাংবাদিক, ফারাহ্ হোসাইন ঐ রিপোট করায় তাকে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়ে যায় দিল্লুরের অনুসারীরা।
নিষিদ্ধ সংগঠন উলামা আজুমানে আল বাইয়েনিয়াত ও দিল্লুরের অনুসারীরা কক্সবাজার শহরতলীর দরিয়ানগর বড়ছড়া এলাকার সাধারণ মানুষের জমি-জমা, দোকান, মসজিদ ও মাদরাসা দখলে নিয়েছে আগেই। নতুন করে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আবারো তারা জমি দখল শুরু করেছে। মোল্লা ফারুক নামক এক ব্যক্তি রাজারবাগ পীরের হয়ে ঐ পুরো এলাকা নিয়ন্ত্রণ করছে। শিক্ষানুরাগী ফাদার লুপির প্রতিষ্ঠা করা প্রাথমিক বিদ্যালয় দখল করে রাজারবাগীর লোকজন নিজেদের আস্তানা স্থাপন করেছে ২০২৫ সালের মার্চ মাসের শেষের দিকে।
২০২৫ সালের ২০ এপিল বরিশালের উপজেলা মির্জাগঞ্জ, বাকেরগঞ্জ, কাশিপুর এলাকায় জমি ও মসজিদ দখলে নিয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় কয়েকটি গ্রামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে একই বছরেরে এপ্রিল ও মে মাসে বেশ কিছু আবাদী জমি দখল করেছে দিল্লুর রহমানের লোকাজন। এছাড়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, বেনাপোল ও চাপাইনবাবগঞ্জে দিল্লুরের অনুসারী ও সন্ত্রাসীরা জমি দখল, হামলা ও মামলা করেছে সাধারণ মানুষের বিরুদ্ধে। এসব এলাকার সাধরণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা জানান, ২০২৫ এর ৫ আগষ্টের পর পীর দিল্লুর রহমানের লোকাজনের অত্যাচার ও অন্যায় আরো বৃদ্ধি পেয়েছে। এমনকি পুলিশ ও র্যাবের কাছে গিয়েও কোনো ধরনের সহায়তা পাওয়া যায়নি।