স্মার্টফোনের অপব্যবহার শিক্ষার্থীদের মেধা শূন্য করছে : সাংসদ কায়সার

বাংলাদেশ চিত্র ডেস্ক

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেছেন, যে ছাত্রছাত্রীর হাতে স্মার্ট ফোন থাকে সারাদিন সেইটার দিকে চেয়ে থাকে তার চোখও থাকবেনা কয়েকদিন পরে আর তার মেধা বিকাশও ঘটবে না।

বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁয়ের উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জাতীয় শিক্ষা সাপ্তাহ -২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ২৪ ঘন্টা ছাত্ররা কি করছে তা দেখা শিক্ষকদের কোনো সুযোগ নাই তেমনি অভিভাবকদেরও সুযোগ নাই। নিজেদের কাজ নিজেদের করতে হবে, নিজেদের ভালোমন্দ নিজেদেরই বুঝতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, মাধ্যমিক শিক্ষা অফিসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Share This Article